মোঃ আলমগীর হোসেন হাইমচরঃ
চাঁদপুর জেলা হাইমচর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে হাইমচর উপজেলার প্রানকেন্দ্রে আলগী বাজারে হাইমচর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও ছবক অনুষ্ঠানে মাদ্রাসার সহকারী শিক্ষক পরিচানায় ও মাদ্রাসার সভাপতি গাজী মোঃ হাফেজ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মাদ্রাসার পরিচালক মোঃ রিয়াদ হোসেন সহ শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের ছবক প্রদান করে দোয়া ও মিলাদ অনুষ্ঠান হয়েছে।