মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী গ্রামের জহির মিজির বিরুদ্ধে একই এলাকার কিছু লোক মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।গতকাল এক সংবাদ সন্মেলন করে বহরী গ্রামের বোরহান বকাউল,শৈখ শাহীন,আমিন ছৈয়াল, সুমন প্রধান ও রুবেল গাজীসহ অনেকের বিরুদ্ধে অভিযোগ করে জহির মিজি বলেন, আমার মামা মোহাম্মদ আলী প্রধানের সাথে প্রতিপক্ষদের জায়গায় নিয়ে বিরোধ ও মামলা চলছিল। ওই জায়গার নকল উঠানো নিয়ে গত বেশ কয়েকদিন আগে তাদের দু’পক্ষের মধ্যে ঝগড়া বিবাদের সৃস্টি হয় এবং আমার মামা মোহাম্মদ আলী প্রধানের পক্ষ হয়ে এগিয়ে আসলে তারা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। স্থানীয় লোকজন আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় আমার মামা মোহাম্মদ আলী প্রধান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।ওই মামলায় গত ২ দিন আগে বিবাদীরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথয়াচার করে তারা।সংবাদ সন্মেলনে উপস্থিত থাকা মোহাম্মদ আলী প্রধান বলেন,জহির মিজি আমার ভাগিনা। আমাদের সাথে এলাকায় জায়গা নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলমান রয়েছে। ভাগিনা হিসেবে জহির মিজি আমার বিভিন্ন কাজে এগিয়ে আসে সে কারনে তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দিচ্ছে।
সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন শরীফ উল্লাহ মিজি,তাফাজ্জল মিজি,শাহজাহান মিজি,খলিল মিজি,রুহুল আমিন বকাউল,নাসির মিজি,শুক্কুর মিজি,মফিজ প্রধান,বাদল প্রধান,দেলোয়ার হোসেন,বাদশা মিয়া প্রমুখ।