মোঃ কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুরের মতলব উত্তরে জেলেদের মাঝে জাল বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মাঠে মৎস্য অফিস কর্তৃক আয়োজিত ২০২২-২৩ অর্থ বছরে ‘ইংলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা” শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরন বৈধ জাল বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন -চাঁদপুর -আসনের সংসদ সদস্য এ্যাড.নূরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন -উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-এমরাের সভাপতিত্ত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের পরিচালনায় আরো বক্তব্য দেন – জেলা পরিষদের সদস্য আলা উদ্দিন সরকার। সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি,,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব,, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম,সাংবাদিক এইচ এম ফারুক, জেলে হরিনাম চন্দ্র বর্মন প্রমুখ।
উল্লেখ্য উপজেলার ৭৮ জন জেলেদের ২৬ টি গ্রুপ করে প্রতি ৩জনকে একটি করে বৈধ জাল দেওয়া হয়েছে।