মতলব উত্তর প্রতিনিধি :মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০(তিনশত) গ্রাম গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মোহাম্মদ আলী নুর (৪০) উপজেলার কলাকান্দা গ্রামের পূর্ব হানিরপাড় গ্রামের মোহাম্মদ মনির হোসেন বেপারির ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ ও মতলব উত্তর থানায় এসআই (নিরস্ত্র) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ রবিবার রাতে উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় নয়াবাড়ীর উত্তর পার্শ্বে ছেংগারচর টু দশানী পাঁকা রাস্তার উপরে তাকে আটক করেছে।
পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল বলেন, মাদক বিরোধী অভিযান চলমান আছে এবং থাকবে। মাদকের সাথে আমাদের কোন আপস নেই।