মোঃ আলমগীর হোসেন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হাইমচর উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া এবং সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এম এ বাশার, মোস্তাফিজুর রহমান চোকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম জাহিদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম খান, চাঁদপুর জেলা পরিষদ সদস্য জনাব খুরশিদ আলম, সাবেক প্রচার সম্পাদক মুনছুর পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জনাব মান্নান খান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, ছাত্রলীগ আহ্বায়ক রবিউল হাসান রাজু পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সোহাগ, এমরান, মোশাররফ হোসেন নয়ন, ফুয়াদ পাটওয়ারী সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।