শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় উপজেলার ধোফল্লা বাজার ও ইছাপুরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মাঝে চাঁদপুর জেলা প্রশাসক হতে প্রাপ্ত শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজার ও ইছাপুরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে ১,৪০,০০০/ (এক লক্ষ চল্লিশ হাজার টাকা) মানবিক সহায়তার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ।