হাইমচর মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান সঠিক ভাবে বাস্তবায়ন করার লক্ষে গোপন সংবাদের ভিত্তিতে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সহ ফাড়র্িরড় সদস্যরা ৫০০ কেজি মা ইলিশ জব্দ ও পরিবহন কারীকে আটক করে।
২৮ অক্টোবর শুক্রবার সকালে চরভৈরবী ইউনিয়নের ১ নং ওয়ার্ড নদীর পাড়ে ট্রলারে ৫০০ কেজি মা ইলিশের খবর পেয়ে নীলকমল নৌ পুলিশ ফাড়র্ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সহ তার সদস্যরা মিলে মাছ সহ ট্রলারটি কে আটক করে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে নীলকমল নৌ পুলিশ ফাড়র্ির অভিযানে চরভৈরবী ইউনিয়নের মেঘনায় ট্রলার করে নিয়ে যাওয়ার সময় প্রায় ৫০০ কেজি মা ইলিশ সহ ১ জন কে আটক করে নীলকমল নৌ পুলিশ ফাড়র্ি। জব্দকৃত মা ইলিশ আটকের পর জানা যায় এই অবৈধ মাছের মালিক হাইমচর উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক জাহিদ কোতওয়াল ও তার বাহিনীর। জাহিদ ছাত্র লীগের প্রভাব কাঠিয়ে সরকারি নিষেধাজ্ঞা মা ইলিশ সংরক্ষণ বাস্তবায়ন অভিযান কে অমান্য করে নিজের বাহিনী সহ অধিক মুনাফা পাওয়ার স্বার্থে বিভিন্ন জায়গায় মাছ পাচার করে। জব্দকৃত মা ইলিশ গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ না করে চাঁদপুর: নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান নীলকমল নৌ পুলিশ ফাড়র্িতে এসে মা ইলিশ চাঁদপুর হিমাগারে নিয়ে যায়।
পরে আটক জেলেকে হাইমচর থানায় প্রেরন করেন।
জব্দকৃত মা ইলিশের বিষয়ে নীলকমল নৌ পুলিশ ফাড়র্ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর ঘাট থেকে ৫০০ কেজি মা ইলিশ সহ একজনকে আটক করতে সক্ষম হই। তিনি আরো বলেন জব্দকৃত মা ইলিশের মালিক চরভৈরবী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ দাদান দালাল ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক জাহিদ হোসেন কোতওয়াল এবং তারা তাদের ক্ষমতার প্রভাব কাঠিয়ে থানা থেকে মাছ ছাড়িয়ে নেওয়ার পায়তারা চালায় ও শত ছাত্রলীগ কর্মী ভীড় জমায়।