নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরের জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতার জের ধরে অর্ধ শতাদিক গাছ কর্তনের অভিযোগ উঠেছে। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি ভান্ডারী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা যায়, সম্প্রীতি মুক্তিরকান্দি গ্রামের পাটোয়ারী বাড়িতে রাতের আধারে মৃত- জাবেদ আলী পাটোয়ারীর ছেলে রফিক পাটোয়ারীর ১০ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির গাছ ছিল। সেই গাছ এবং কাটা তারের বেরী কর্তন করেছে দূর্বৃত্তরা। তবে জমি সংক্রান্ত বিষয়ে একই বাড়ির মৃত কাদির পাটোয়ারীর ছেলে জমির উদ্দীন পাটোয়ারীর সাথে বিরোধ থাকায় তারাই এ কাজ করতে পারে বলে জানান রফিক পাটোয়ারী। পরে রফিক পাটোয়ারী জমির গাছ দেখতে গেলে জমির উদ্দিন ও তার স্ত্রী শারমিন, নাছির উদ্দীন ও তার স্ত্রী ফাতেমা, আবুবকরসহ আরো ৪/৫ জন মিলে মারধর করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
পরে জমির উদ্দিন বিদেশ চলে যায় এবং সেখান থেকে রফিক ও তার পরিবারকে মামলা প্রত্যাহার করতে চাপ দেয় ও হত্যার হুমকি দেয়।
উল্লেখ্য এ বিরোধ মিমাংশার লক্ষে গত ৩ই মে সাদুল্লাপুর ইউনিয়নের গ্রাম আদালতে বিচার-সালিশ উভয় পক্ষের কাগজপত্র দেখে জমির প্রকৃত মালিক রফিক পাটোয়ারীর পক্ষে রায় দেয়।