কচুয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter / ২২৬ ভিউ
আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

বিল্লাল মাসুমঃ
কচুয়া  থানার অফিসার ইনচার্জ এর  দিক-নির্দেশনায় কচুয়া থানা পুলিশ কর্তৃক  ০২ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে থানা পুলিশ।
৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮ ঘটিকার সময়  কচুয়া থানায় কর্মরত এসআই/ মোঃ দেলোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ  কচুয়া থানাধীন কচুয়া সাচার রোডস্থ ০৩ নং বিতারা ইউনিয়নের বাতাপুকুরিয়া মোড়ে নওয়াব আলি মিয়া গ্যারেজের সামনে রাস্তার উপর অটোরিক্সা করে যাওয়ার সময় আসামি চৈতন্য চন্দ্রনম পিতা সিদাম চন্দ্র নম মাতা দীপালি চন্দ্র নম সাং কাজিয়ারা মধ্যপাড়া,০২ নং নায়েরগাও থানা মতলব দক্ষিন জেলা চাদপুর কে ০২কেজি গাঁজাসহ  গ্রেফতার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দিয়ে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর