শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায়

reporter / ৩১৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩

আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি
………শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি
নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রী  ডাক্তার দীপু মনি এমপি বলেছেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।কাজেই আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। কারন আমরা নাশকতা সন্ত্রাসে বিশ্বাস করিনা।
গতকাল ১১ মে বৃহস্পতিবার সন্ধ্যায়  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে  ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের   বর্ধিত সভায়   মঠোফোনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, অতিতের যেকোন সময়ের চেয়ে আমরা ভালো থাকবো যদি নৌকাকে বিজয়ী করতে পারি।আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি গনতন্ত্র ও দেশের উন্নয়ন করতে চাই নাকি নাশকতা সন্ত্রাস ও দুনীতিবাজদের কবলে পড়তে চাই। আমরা যখনই যে প্রতিশ্রুতি দিয়েছি তাই বাস্তবায়ন করেছি। কোথাও সন্ত্রাস নাশকতাকে প্রশ্রয় দেইনি। কাজেই আমরা মানুষের দ্বারে দ্বারে যাবো নৌকায় ভোট চাইবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ বাবু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট মোঃ হেলাল হোসেন।
চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি  আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান বাদশা সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, সদস্য অ্যাডভোকেট আঃ রহমান, হারুনুর রশিদ পাটওয়ারী, সফর উদ্দিন মাস্টার
জেলা যুব মহিলা আওয়ামী লীগের সদস্য খাদিজা আক্তার সোমা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল বেপারী,  পৌর ছাত্রলীগের সদস্য রাকিব আহমেদ, তানভীর ইসলাম পাটওয়ারী প্রমূখ ।


এই বিভাগের আরও খবর