শিরোনাম:
শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস ঠিক নেই শিক্ষার্থী ভর্তি শুরু

reporter / ৩৭৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
বহুল আলোচিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কোথায় করা হবে, তা কেউ জানে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কাউকে এ তথ্য বলতে নারাজ। অথচ এ বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এতে আবেদনকারী সাড়ে ৪ হাজারের বেশি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস নিয়ে রয়েছেন সম্পূর্ণ অন্ধকারে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের সুযোগকে কাজে লাগিয়ে প্রায় ৩৬০ কোটি টাকা লোপাটের চেষ্টা করে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বালুখেকো ইউপি চেয়ারম্যান সেলিম খানসহ প্রভাবশালী একটি চক্র। তবে সাবেক জেলা প্রশাসক ও
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের সুযোগকে কাজে লাগিয়ে প্রায় ৩৬০ কোটি টাকা লোপাটের চেষ্টা করে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বালুখেকো ইউপি চেয়ারম্যান সেলিম খানসহ প্রভাবশালী একটি চক্র। তবে সাবেক জেলা প্রশাসক ও প্রশাসনের তৎপরতার কারণে এবং উচ্চ আদালতের রায়ে সেই প্রচেষ্টা ভেস্তে যায়। এরপর অস্থায়ী ক্যাম্পাসের জন্য বাড়ি ভাড়া চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে বিতর্কিত স্থানের পাশে অনেক সুকৌশলে বিতর্কিত চেয়ারম্যান সেলিম খানের স্ত্রীর নামে থাকা বাড়ি ভাড়া নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। পরবর্তী সময়ে এ বিষয়টি জানাজানি হলে সেখান থেকে সরে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ কয়েক দিন আগে চাঁদপুর শহরের একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে বলে জানানো হয়। কিন্তু ওই বাড়ির অবস্থান কোথায়, কার কাছ থেকে ভাড়া নেওয়া হলো- এসব বিষয়ে এখনই কোনো তথ্য প্রকাশ করতে রাজি নন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার  বলেন, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের জন্য চাঁদপুর শহরেই বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কোন বাড়িটি ভাড়া নিলেন বা শহরের কোন পাড়ায় বাড়িটি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেদিন সেখানে চেয়ার-টেবিল ঢোকাব ওই বাড়িতে, সেদিন অবশ্যই জানতে পারবেন এবং দেখতে পারবেন।
এত গোপনীয়তা কেন- এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, গত কয়েক মাসে এ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্ৰ করে অনেক কিছু হয়ে গেছে। আমি চাই না, এর কার্যক্রম আর কোনো কারণে থমকে দাঁড়াক। তিনি বলেন, অনেক ওপর মহলকেও তাই এ সম্পর্কে এখন আর বলি না।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম ব্যাচের ‘এ’ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজি বিভাগ এবং ‘সি’ ইউনিটে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিটি বিভাগে ৩০টি আসন করে মোট ৯০টি আসন রয়েছে। গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আবেদন চলবে ২৭ অক্টোবর রাত ১২টার আগ পর্যন্ত। অনলাইনে https://admission.cstu.ac.bd// লিংকে গিয়ে আবেদন করতে হবে।
এরই মধ্যে এ-সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জিপিএস (জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, তারাই এখন ভর্তির জন্য আবেদন করবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অটোমেশন পদ্ধতিতে নির্ধারিত হবে শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। এবারই প্রথম
বিশ্ববিদ্যালয়গুলোতে অটোমেশন পদ্ধতিতে ভর্তির স্থান নির্ধারণ হবে। তিনি আরও জানান, রোববার বিকেল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ৪ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে জানা গেছে।


এই বিভাগের আরও খবর