মো.মজিবুর রহমান রনিঃ
হাজীগঞ্জে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ, সাবেক সরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এসব কথা বলেন।
তিনি আরো বলেন- শিক্ষার্থীরা চায় ভালো একটা ভবনে যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারো । তারা চায় যেন বিনামূল্যে বই পায়। তাদের চাহিদা হলো প্রযুক্তি নির্ভর শিক্ষা। যেন আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তারা চলতে পারে । এ জন্য তারা সরকারের কাছ থেকে কম্পিউটার ল্যাব চায় মাল্টিমিডিয়া চায়। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য এসব পদক্ষেপ নিচ্ছে। যার সুফল আমরা পাচ্ছি।
১৮ জুন রবিবার সকাল ১১ টায়
সুহিলপুর উচ্চ বিদ্যালয়, ১২টায় বড়কূল রামকানাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা , উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাঈর সৈয়দ , জেলা আওয়ামী’লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন,সাবেক ছাত্রনেতা মশিউর রহমান শাহীন,পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ৭নং বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.হাশেম, ৩নং কালচো উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রদানিয়া, ৫নং সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কূল পূর্ব ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ১২ নং দ্বাশগ্রাম ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল।৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান আবু জাফর, ৪ নং কালোচো দক্ষিণ ইউনিয় মহিলা আওয়ামীলীগের সভাপতি মুক্তা আক্তার। হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পূর্ব শাখা যুবলীগের সভাপতি ওমর ফারুক খান, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবন,ফরহাদ আলিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর ছাত্রলীগ নেতা শেখ মহিন উদ্দিন।