শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন।।গোলাম মোস্তফা বাবু’র প্যানেল বিজয়ী

reporter / ২০১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  প্রথমবারের মত উৎসব মুখর পরিবেশে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থীদের পক্ষের লোকজন চাঁদপুর স্টেডিয়ামে এসে ভীড় জমায়।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল ১০টার পরে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভোট দিতে আসেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন,  চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ,  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন,  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোতালেবসহ অন্যান্য ভোটাররা।\

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, রির্টানিং অফিসার রজত শুভ সরকার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মনিরুল ইসলাম।

২৭ টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ১৪ টি সাধারণ সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৫৭জন। ৫৭ জন ভোটার হলেও ১ জন সদস্য দেশের বাহিরে থাকায় ৫৬ টি ভোট প্রদান করা হয়।
পরে বিকালে ভোট গননা শেষে সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মোস্তফা বাবুকে প্রাথমিকভাবে জয়ী ঘোষনা করা হয়।
নির্বাচনে প্রাপ্ত ভোট হচ্ছে সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মোস্তফা বাবু ৪৭, অপরদিকে আরেক সাধারণ সম্পাদক প্রার্থী সফিউল আজম রাজন পেয়েছেন ৯ ভোট।

তফসিল অনুযায়ী গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ করা হয়। ওই দিন ২৭ পদের জন্য ৩২জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ৮ মে মনোনয়নপত্র দাখিল করেন ৩০জন প্রার্থী।

নির্বাচনে ২৭ পদের মধ্যে সাধারন সম্পাদক পদে ২ জন সহ মোট ২৭ পদের জন্য ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন গত ৮ মে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি ৪ পদে ৪ জন প্রার্থী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ১ জন প্রার্থী, যুগ্ম সম্পাদক ২ পদের জন্য ২ জন প্রার্থী, কোষাধ্যক্ষ ১ জন প্রার্থী, সাধারন সদস্য ১৪ পদের জন্য ১৬ জন প্রার্থী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার ২ জন প্রতিনিধি ও ২ উপজেলার ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার (১০ মে) দাখিলকারীদের মধ্যে সাধারণ সদস্য পদ থেকে একজন সদস্য তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যার ফলে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ২৯জন।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারন সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার ও ক্রিকেটার গোলাম মোস্তফা বাবু ও সাবেক জাতীয় ক্রিকেটার সফিউল আজম রাজন।


এই বিভাগের আরও খবর