মো.মজিবুর রহমান রনিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে নড়াইলের লোহাগড়া উপজেলার গ্রামপুলিশ সদস্য বকুল হত্যা ও গ্রামপুলিশ স্কেল জাতীয় করনণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
গতকাল ৫ জুন সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক নিত্য সূত্রধরের নেতৃত্বে উপজেলা গ্রামপুলিশ সদস্যদের নিয়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের বরাবর গ্রামপুলিশ স্কেল জাতীয় করণের দাবীতে স্মারকলিপি প্রদান করেন ।
জানা যায় গত ২৮ শে মে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গ্রামপুলিশ সদস্য বকুলকে।
মানববন্ধন কর্মসূচিতে নিত্য সূত্রধর বলেন-গ্রামপুলিশ হলো গ্রামের আইন-শৃংখলার একটি খুটি। এই খুটিকে মজবুত করতে হলে গ্রামপুলিশকে মূল্যায়ন করতে হবে। তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। তাদের চাকরি জাতীয়করণ করতে হবে।