শিরোনাম:
বর্ণিল আয়োজনে চাঁ.স.ক শিবিরের প্রকাশনা উৎসব কচুয়ায় একটি বাড়ি নিয়ে ‘ধৈয়ামুড়ি’ গ্রাম স্কুল মাঠে খেলতে গিয়ে আ*গু*নে ঝলসে যাওয়া বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে ফরিদগঞ্জে নোয়াপাড়া নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন— মতলবে শিশু আদিবার হ*ত্যা*কারী ইমনের বসত*ঘর পুড়ি*য়ে দিলো উত্তে*জিত জনতা মতলব দক্ষিণে উষার স্পোটিং ক্লাবের কর্যালয়ে হামলা ও ভাং*চুর অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মতলবে জহির মিজির সংবাদ সম্মেলন কচুয়ায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফটের বিতরন ও পথ সভা অনুষ্ঠিত মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ০৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব উত্তরের পিকনিক করতে এসে পানিতে ডুবে পুলিশপুত্র ১০শ্রেনীর ছাত্র নয়নের মৃত্যু 

reporter / ১১৬ ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
Exif_JPEG_420

মতলব উত্তর প্রতিনিধি :
মতলবে উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেডে পিকনিক করতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম

টুটুল হাসান নয়ন (১৭)  ডেমরার নাভারন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্র। তার জন্মস্থান গুলপুর,মেঘনা, কুমিল্লা জেলায়। বর্তমানে সে ধনিয়া যাত্রাবাড়ী  এলাকায় ভাড়া থাকতো। তার পিতা আব্দুল  মান্নান  তেজগাঁও থানায় কনস্টেবল পদে চাকরি করেন। মাতা রিনা বেগম, সে আবদুল মান্নান ও রিনা দম্পতির একমাত্র সন্তান।

জানা যায়, নাভারুন স্কুল এন্ড কলেজের ১৩৫ জন ছাত্র নিয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেড পিকনিক করার উদেশ্য আসে। আনুমানিক দেড়টার সময় কয়েকজন ছাত্র পানিতে সাতার কাটছিল,। সবাই তীরে উঠলেও নয়ন আর উঠেনি। বন্ধুরা অনেক খোজাখুজির পর না পেয়ে নিকটবর্তী মোহনপুর নৌপুলিশের সহযোগীতা নেয়। পরে ডুবরী দল এসে নয়নের লাশ উদ্ধার করে। পুলিশ,  সহপাঠী ও শিক্ষকরা নয়নকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক ডা.মোহাম্মদ হাসিবুল ইসলাম তাকে মৃত গোষনা করেন।

সহপাঠি শাহরিয়ার নাজিম মুন্না বলেন, সে আমার প্রিয় বন্ধু ছিল।  তার এভাবে মৃত্যু হবে তা মানতে বড় কষ্ট হচ্ছে।

নাভারন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আজিজুল হক আসলে আমরা এসেছিলাম আনন্দ করার জন্য, কিন্তু এই ঘটনায় আমরা খুবই মর্মাহত।

লাশ বুঝে নেওয়ার জনয় তার অভিভাবকদের জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর