আরো বক্তব্য রাখেন, হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেরা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রফেসর রনজিৎ কুমার বনিক, সন্তোষ কুমার দাস, মুক্তিযোদ্ধা অজিত সাহা, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাধা গোবিন্দ গোপ, তপন সরকার, মধুসুদন পেদ্দার, মানিক পোদ্দার, শমীরন ভঞ্জ, প্রবীর পেদ্দার, ডা. প্রনব চৌধুরী, কর্ন ত্রিপুরা, প্রশান্ত সেন, প্রকৌশলী কেশব কর, খোকন পেদ্দার, রতন দত্ত প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে ওই দিন বিকালে আছরের নামাজের পরে শোভাযাত্রা শুরু হয়ে বাদ মাগরিব আযানের পূর্বে শোভাযাত্রা শেষ করা হবে। বাদ আছরের পূর্বে বিভিন্ন মন্দির থেকে শোভাযাত্রা শ্রীশ্রী গোপাল জিউড় আখড়ায় উপস্থিত থাকার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।