শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে জাল ও জেলে আটক

reporter / ২১৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে নৌকা জাল ও  ৮ জন অসাধু জেলে কে আটক করা হয়েছে এ ব্যাপারে নৌ পুলিশ জানায়,০৮ মার্চ মঙ্গলবার  এসআই(নিঃ)/মোঃ বজলুর রহমান, ইনচার্জ, নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি, সখিপুর, শরীয়তপুর আটজন আসামী ১) মােঃ শাহআলম ঢালী(৩০), ২। মাইনুদ্দিন সরদার (২৫), ৩। মােঃ হুমায়ুন সরদার (৩০), ৪। মােঃ নাজিম উদ্দিন উকিল (২০) ,৫। শাকিল সরকার (২৩), ৬। জেতাল মালত (২০) , ৭। মােঃ নাহিদ উকিল (১৮),  ৮। মােঃ কাউছার বেপারী (২৫)দের সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করেন। তাহাদের দখল হইতে০১(এক) টি ডাবল ইঞ্জিন চালিত কাঠের নৌকা যাহার দৈর্ঘ্য অনুমান৫০(পঞ্চাশ) ফুট, প্রস্থ ০৫(পাঁচ) ফুট যাহার মূল্য ইঞ্জিন সহ অনুমান ১,৫০,০০০(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং সাদা রংয়ের ০১(এক)টি পুরাতন কারেন্ট জাল যাহার দৈর্ঘ্য ৫,০০০মিটার, প্রস্থ ০৫ মিটার= ২৫,০০০(পঁচিশ হাজার) বর্গমিটার যাহার আনুমানিক মূল্য ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করেন।   এ ব্যাপারেমামলা রুজু করা হয়েহ বলেও জানান নরসিংপুর নৌ থানার ইনচার্জ বজরুল রহমান.


এই বিভাগের আরও খবর