নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদরের শাহমাহমুদ ইউনিয়নের মহমায়া পশ্চিম বাজার রাজার গাঁও রোড সংলগ্ন টাওয়ার খিল গ্রামে আপত্তি থাকা সত্ত্বেও বাড়ী ঘেঁষে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন গরুর খামার গড়ে তুলে প্রতিবেশীদের দূর্ভোগে ফেলেছেন প্রভাবশালী হেলাল বেপারী। তার গরুর খামারের গরুর মলমূত্রের গন্ধে প্রতিবেশীরা দূর্ভোগে অতিষ্ট হয়ে উঠেছেন।
২৩ মার্চ বুধবার এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে গরুর মলমূত্রের দূর্গন্ধের সত্যতা পাওয়া যায়। এই দূর্গন্ধে সবচেয়ে বেশি অতিষ্ট সুলতান হাজীর বাড়ীতে বসবাসকারীগণ।
সুলতান হাজী বাড়ীর ভাড়াটিয়া রুমা ও নাসরিন নামের দুই গৃহবধূ জানান, রাস্তার পাশে বলে এই বাড়ীতে বাসা ভাড়া নিয়েছিলাম। কিন্তু এসে গরুর খামার থেকে আসা দূর্গন্ধে খুব যন্ত্রণায় আছি। গরুর খামার এখান থেকে না সরালে হয়ত দ্রুত বাসা পরিবর্তন করে নিবো।
সুলতান হাজীর বাড়ীর মোঃ হারুন রশীদ বলেন, আমাদের বাসায় এই গরুর খামার থেকে আসা গন্ধের কারনে কেউ উঠতে চায় না। আমরা আপত্তি করা সত্ত্বেও ওই হেলাল বেপারী গং জোড়পূর্বক এই গরুর খামারটি করেছে। আমরা প্রশাসনের কাছে এর একটা সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।
ঘটনা প্রসঙ্গে হেলাল বেপারীর ভাগিনা আরাফাত বলেন, আমার মামা হউক আর যাই হউক। তিনি এই গরুর খামার দিয়ে মানুষের প্রতি অন্যায় করছেন। এটার একটা সমাধান হওয়া প্রয়োজন।
এদিকে অভিযোগ প্রসঙ্গে গরুর খামাড়ী হেলাল বেপারী বলেন, খামারে গরু থাকলে গন্ধ ত হবেই। আমার জায়গায় আমি গরুর খামার করছি। এখানে কারো কোন অভিযোগে আমার কিচ্ছু যায় আসে না।
এ বিষয়টি চাঁদপুর সদর উপজেলা প্রার্ণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মুকবুল হোসেন কে অবহিত করলে তিনি বলেন, দ্রুত আমরা মহামায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবো। এরপর সমস্যা সমাধানে আমাদের যা করনীয় প্রয়োজন মনে করবো সেটাই করা হবে।