নিজস্ব প্রতিবেদকঃ হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবী সরস্বতী পূজার বাকি আর মাত্র ৭ দিন। আগামী ৫ ফেব্রুয়ারী বার সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।তবে বিশ্বব্যাপী করোনা ও অমিকন ভাইরাস বৃদ্ধি পাওয়ায় এবছর চাঁদপুরে পূজার পরদিন আনন্দ শোভা যাত্রা হচ্ছে না। পূজা প্যান্ডেল গুলোতে সীমিত আকারে ভক্তের সমাগম করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি। কেন্দ্রের নির্দেশ পূজা মন্ডপ গুলোতে শত জনের বেশি ভক্তের সমাগম যেন করা না হয়। সেই লক্ষ্যে চাঁদপুর শহরে সরস্বতী পূজার আয়োজকরা পূজাচর্না পালনের সিদ্ধান্ত নিয়ে প্যান্ডল প্রস্তুতের কাজ করে যাচ্ছে।
চাঁদপুর শহরের পাড়া মহল্লায় চলছে সরস্বতি পূজার আয়োজন।
সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিকতার ছোঁয়ায় করা হচ্ছে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে আগে ছাত্রেরা বাড়িতে সরস্বতী পূজা করত। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। শহরে ধনাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে
পূজা শুরু করে। সরস্বতি পূজা উপলক্ষে চাঁদপুর শহরের মন্দির গুলোতে সরস্বতি প্রতিমা তৈরির শেষ কাজ চলছে। চাঁদপুর শহরে কালিবাড়ি মন্দিরে গোবিন্দ পাল, গোপাল জিউর আখড়ায় কার্তিক পাল আর পুরান বাজার হরিসভা মন্দিরে জীবন পাল প্রায় ছোট বড় ২ হাজারের মতো সরস্বতি প্রতিমা তৈরি করছে। এখন চলছে মাটি আর খরকুটা দিয়ে ব্যানার উপর আঠালো মাটির প্রলেপ দিয়ে তৈরি সরস্বতী প্রতিমার গায়ে রং তুলির আঁচরেন কাজ। দিবা রাত্রি কাজ করে সরস্বতী প্রতিমাকে শিল্পী তার মনের মতো করে সাজিয়ে তুলছে।
আগামী ৫ ফেব্রুয়ারী ২২ মাঘ সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। তাই চাঁদপুর শহরের কালিবাড়ি মন্দির, পুরান বাজার হরিসভা মন্দির ও গোপাল জিউর আখড়া মন্দিরে চলছে সরস্বতী প্রতিমা তৈরীর শেষ কাজটুকু। চাঁদপুর শহরের সবচেয়ে ব্যায় বহুল পূজা করা হয় সরস্বতী পূজা । তরুন সমাজ পাড়া মহল্লায় সরস্বতী পূজা করতে ব্যস্হ সময় পার করছে। ইতিমধ্যে তারা চাঁদপুর ও দেশের বিভিন্ন জেলা থেকে ডেকোরেটর, আলোকসজ্জার লাইট ভাড়া করেছে। পূজা প্যান্ডেল গুলোত ছোট্টপরিসে সাউন্ড সিস্টেম বাজানোর জন্য নির্দেশ দিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ।তবে ধর্মীয় সঙ্গীত বাজাতে ও অনুরোধ করেছে তারা।