শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ৩২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

reporter / ১৭৪ ভিউ
আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
১২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত প্রার্থীরা চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অফিসে রিটার্নিং অফিসার ও জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম এর কাছ থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর মধ্যে রয়েছে সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন ও সদস্য পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থীরা হলেনঃ নাছির উদ্দিন আহমেদ, আবু নঈম পাটওয়ারী দুলাল, ডাঃ জে আর ওয়াদুদ টিপু, জাহিদুল ইসলাম রোমান।
সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেনঃ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ইয়থ ক্লাবের সাধারণ সম্পাদক সফিউল আজম ও শাহাদাত হোসেন শান্ত। সহ সাধারণ সম্পাদক পদে তাফাজ্জল হোসেন পাটওয়ারী।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আহমেদ শান্ত, মোঃ আবুল কাশেম আখন্দ, পুরাণবাজার ভাই ভাই ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল। কোষাদ্যক্ষ পদে আবু নাছের বাচ্চু পাটওয়ারী।
সদস্য পদে প্রার্থীরা হলেনঃ চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, সুভাষ চন্দ্র রায়, মোহাম্মদ আলী জিন্নাহ, শাহির হোসেন পাটওয়ারী, ওমর পাটওয়ারী, ড. সেলিম আকবর, সরীফ মোঃ আশ্রাফুল হক, এড. হেলাল হোসাইন, শেখ মোঃ মোতালেব, তমাল কুমার ঘোষ, ডাঃ মিজানুর রহমান খান, মনোয়ার হোসেন চৌধুরী, ফেরদাউস মোর্শেদ জুয়েল, শ্রিপা দাস, মাসুদা নূর খান, তপন চন্দ্র, লক্ষন চন্দ্র সূত্রধর, মোঃ আবু পাটওয়ারী, নূরন্নবী নোমান ও জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম।
তবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু সিনিয়র সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন ও সদস্য পদে ২০ জন সহ ২৯ টি পদে একটি প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার হলেন ইমতিয়াজ হোসেন। নিবাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম। সহকারী প্রিজাইডিং অফিসার চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতা আঃ রশিদ ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার প্রধান সহকারী সাখওয়াত হোসেন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত নির্বাচন তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ৫ এপ্রিল মঙ্গলবার নির্বাচন কমিশনার কতৃক খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। আর ২৬ শে এপ্রিল মঙ্গলবার আনুষ্ঠানিক ফলাফল ঘোষনার মাধ্যমে নির্বাচনী কাযক্রম শেষ হবে।
নির্বাচন কমিশনার কর্তৃক তফসিল অনুযায়ী জানা যায় যে, আগামী ২৫ এপ্রিল সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ৫৭ জন। মনোনয়নপত্র দাখিল ১৭ এপ্রিল রোববার (সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা ৩০ মিনিট)। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ২ টা। ২১ এপ্রিল প্রার্থীদের নামের তালিকা বিকেল ৩ টা ৩০ মিনিটে চূড়ান্তভাবে প্রকাশ হবে।


এই বিভাগের আরও খবর