শিরোনাম:
মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বেহাল দশা চাঁদপুর ২ আসনের বিএনপি নেতা তানভীর হুদার রাজনৈতিক প্রচারণায় ডিজিটাল যাত্রা, চালু করলেন অফিসিয়াল ওয়েবসাইট

ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযানের ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ৬৬৯ ভিউ
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

 নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এবং ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা কর্তৃক ফরিদগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড ও ফরিদগঞ্জ বাজারে  বাজার তদারকি অভিযান ও  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের তদারকিতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরাফাত হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে বাসি কাবাব অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ফুডগ্রেড কালার দিয়ে কেক তৈরির অপরাধে ১৫ হাজার টাকা  জরিমানা করা হয়েছে। একই এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় আছ নিফা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  ফরিদগঞ্জ বাজারে পেঁয়াজ,আদা,আলু ও রসুনের পাইকারী বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ব্রাদার্সে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় আল শিফা ফার্মেসিকে ৫ হাজার টাকা  জরিমানা করা হয়েছে। ৪ টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।।

উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় মোহছেন আউলয়া হোটেলে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না  থাকার ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একই এলাকায়  ৩ টি ফল দোকানে মূল্য তালিকা না থাকায় ১ হাজার  করে ৩ হাজার টাকা  জরিমানা করা হয়।  মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ডেংঙ্গু টেস্ট ফি বেশি রাখার দায়ে ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে ১০ হাজার টাকা  জরিমানা করা হয়েছে এবং নোংরা পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা অসামঞ্জস্যপূর্ণ পাওয়ায় মনির হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ৬ টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পৃথক পৃথক অভিযানে ১০ টি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিল ফরিদগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর