অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দৈনিক প্রিয় চাঁদপুর এর নিয়মিত পাক্ষিক আয়োজন ‘শিক্ষাঙ্গন’ শুরু হচ্ছে। এই বিভাগে শিক্ষাবিষয়ক যেকোনো লেখা সানন্দে লিখতে পারেন আপনিও। তাই আজই লিখতে বসুন শিক্ষা সম্পর্কিত তথ্যবহুল প্রবন্ধ, নিবন্ধ, প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি, শিক্ষার্থীদের পরামর্শমূলক টিপস্, কবিতা। এছাড়াও অনায়াসে লিখতে পারেন আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা জীবনের মধুময় স্মৃতি, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের অব্যক্ত কথা, শিক্ষা সফর এর ইতিবৃত্ত, প্রিয় শিক্ষক, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, সফলতা, সম্ভাবনার কথা। ‘মেধাবী শিক্ষার্থীর সাফল্যগাঁথা, স্বপ্ন নিয়ে ভূবন সাজাই’ সিরিজে ছবিসহ বৃত্তান্ত পাঠাতে পারেন।
আপনার মূল্যবান লেখা যত্ন সহকারে প্রকাশ করতে সর্বোচ্চো চেষ্টা থাকবে। লেখা পাঠাবেন নিম্ন ঠিকানায়।
বিভাগীয় সম্পাদক, শিক্ষাঙ্গন
দৈনিক প্রিয় চাঁদপুর
ল’ ভিলেজ, মুক্তি হাসপাতাল সংলগ্ন,
চেয়ারম্যান ঘাট, চাঁদপুর।
অথবা মেইল করুন
মুঠোফোন: 01915-943432