রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে হাইমচর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে হাইমচরের রীমটাচ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা এবং নিউ প্যানাশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা সহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নুর হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে ও জনস্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।