শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর জজশীপের ৯ কর্মচারীর বিদায় সংবর্ধনা

reporter / ১৬৯ ভিউ
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

কর্মচারীরা মানবিক হলে বিচারপ্রার্থীরা আরো ভালো সেবা পাবেন 
—–জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান
  নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা জজশীপের ৯ কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) বিকেলে জেলা জজ আদালতের ব্যাডমিন্টন মাঠ চত্বরে বিচার বিভাগ এই বিদায় সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।
বিদায় নেওয়া কর্মচারীরা হলেন- নেজারত শাখার জারীকারক মোহাম্মদ ইসমাইল সিরাজী, সিনিয়র সহকারী জজ আদালত মতলবের জারীকারক সিদ্দিকুর রহমান, সিনিয়র সহকারী জজ কচুয়া আদালতের জারীকারক মোহাম্মদ সাহেব আলী, সিনিয়র সহকারী জজ আদালত মতলবের জারীকারক মনছুর আহমেদ মজুমদার, হাজীগঞ্জের জারিকারক হাফেজ আহম্মদ আখন, সহকারী জজ আদালত শাহারাস্তির বেঞ্চ সহকারী আলী আকবর খান, ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল আদালতের বেঞ্চ সহকারী আবু তাহের তালুকদার, জেলা জজ আদালতের অনুলিপি বিভাগের তুলনা সহকারী এ.বি.এম মনিরুল ইসলাম ও বদলী জনিত কারণে পদোন্নতি প্রাপ্ত সাবেক নাজির এ.টি.এম আবদুল মতিন মোল্লা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিচারপ্রার্থীদের সাথে কমর্চারীগন ভালো আচরণ করবেন। কর্মচারীরা মানবিক হলে বিচারপ্রার্থীরা আরো ভালো সেবা পাবেন। বিচারপ্রার্থীরা আদালতে এসে প্রথমে কমর্চারীদের কাছেই আসেন।
তিনি আরো বলেন, বর্তমানে যারা জজশীপে আছেন তারা অনেক আন্তরিকতার সাথেই কাজ করেছেন। যারাই বিদায় নিয়েছেন তারাও এ জজশীপে ভালো ভাবে কাজ করে গেছেন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াছমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ হাসান, সিনিয়র সহকারী জজ চাঁদপুর সদর মো. মহিউদ্দীন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা রানী দাস।
জেলা নাজির সানাউল্লাহ তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিদায়ী অতিথিদের পক্ষে সাবেক নাজির এ টি এম আবদুল মতিন মোল্লা, মোঃ ইসমাইল সিরাজী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান তুলনাকারক আবদুল কাদির ঢালী, সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার আবদুল ওয়াদুদ, জেলা জজ আদালতের নেজারত শাখার জারীকারক আবুল কাশেম প্রমুখ।


এই বিভাগের আরও খবর