শিরোনাম:
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন ফরিদগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন পথচারী ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স  স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের  ইফতার ও দোয়া মাহফিল

শাহরাস্তিতে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার

reporter / ১৯০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রঘুরামপুর গ্রামের মো. মেহেদী হাসান (২৪) ও তার বন্ধু যাদবপুর গ্রামের আবু সালেহ (২৩)। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।তিনি বলেন, ধর্ষণের শিকার তরুণী কুমিল্লার মনােহরগঞ্জ উপজেলার বাসিন্দা। ২ মাস আগে ধর্ষক মাে. মেহেদী হাসানের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সূত্র ধরে গত ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেমিক মেহেদী হাসান তাকে যাদবপুর গ্রামের একটি ব্রিজের পাশে আসতে বলে। সেখানে গেলে তার প্রেমিক মেহেদী হাসান ও তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে এবং নগ্ন ছবি ধারণ করে।৮ এপ্রিল ২য় আসামি আবু সালেহ ভুক্তভোগীর মাকে ফোন দিয়ে নগ্ন ছবির ভয় দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে রোববার সন্ধ্যায় ভুক্তভোগী নিজে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি দ্বীন ইসলামকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।


এই বিভাগের আরও খবর