বিল্লাল মাসুমঃ
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক ড. মহব্বত আলী সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বাছাই বোর্ডের সুপারিশের ভিত্তিতে ৯৭ তম সিন্ডিকেটের অনুমোদন ক্রমে তিনি সহকারি অধ্যাপক হতে সহযোগী অধ্যাপক হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে সরকারি স্কলারশিপ নিয়ে পিএইচডি সম্পন্ন করে এসেছেন। ড. মহব্বত আলী ২০১৩ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তার আন্তর্জাতিক এওয়ার্ড সহ ইমপ্যাক্ট জার্নালে প্রকাশনা রয়েছে। ড. মহব্বত আলী পাথৈর বড় বাড়ির মরহুম মোঃ ইসমাইল হোসেন মিয়াজির মেজো ছেলে ও পাথৈর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোঃ মকবুল হোসেন মিয়াজির মেজো ভাই। উল্লেখ্য যে ড. মহব্বত আলী তার শিক্ষকতার পাশাপাশি তার নিজ এলাকায় সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। ইতিমধ্যে তিনি উত্তর কচুয়ার তার নিজ গ্রাম পাথৈর এ ড. মহব্বত আলী পাঠাগার নামে একটি পাঠাগার স্থাপন করেছেন যা অতি দ্রুত উদ্বোধন করা হবে। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এলকায় শিক্ষার আলো ও অসহায় মেধাবীদের সাহায্যের জন্য এই পাঠাগার স্থাপন করার উদ্যোগ নিয়েছি। ড. মহব্বত আলী এলাকাবাসী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি তার উপর সকল অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি এলাকার মানুষের সেবা করতে পারেন।