শিরোনাম:
ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪ সদস্যদের পদত্যাগ ৬ নং কলাকান্দা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল চাদপুর ২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে হাতপাখার লিফলেট বিতরণ ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন

ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিজেই চালকের ভূমিকায় আহসান হাবীব

reporter / ৩২৭ ভিউ
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

এফ.এ.মানিকঃ
ফরিদগঞ্জ ক্রীড়াঙ্গনের এক সুপরিচিত পরিচিত নাম ফরিদগঞ্জ পৌর এলাকার গর্বিত কৃতি সন্তান ফরিদগঞ্জ কলাবাগান বাজারের পরিচালক এ হাবিব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আহসান হাবিব। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিজেই চালকের ভূমিকায় রয়েছেন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র  উদীয়মান তরুণ সমাজসেবক আহসান হাবিব তিনি নিজেই  অসংখ্য ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তা ও আয়োজক ছিলেন। এক কথায় বলতে গেলে ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তিনি নিজেই চালকের ভূমিকা রয়েছেন। ফরিদগঞ্জে বিভিন্ন ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টে জাতীয় দলের  খেলোয়াড় আশ্রাফুল,হাবিবুল বাসার সুমন,খালেদ মাহমুদ সুজনের আগমন ঘটেছে আহসান হাবিবের হাত ধরেই।এছাড়াও ক্রীড়াঙ্গনের পাশাপাশি ফরিদগঞ্জবাসীর কাছে উদীয়মান একজন তরুণ সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি, বিভিন্ন সময় অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি অসংখ্য মানুষকে চিকিৎসা সেবার জন্য সহযোগিতা প্রদান করেছেন,বিগত কয়েক বছর ফরিদগঞ্জ টিএনটি মোড়ে অবহেলায় অনাদরে পড়ে থাকা ফরিদগঞ্জ ওনুয়া ভাস্কর্যের আগাছা পরিষ্কার সহ বিভিন্ন সংস্কার কাজ করেছেন তার ব্যক্তিগত নিজ খরচে।
আহসান হাবিবের বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনের কয়েকজন বলেন আহসান হাবিব সব সময় ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য নিজ থেকেই এগিয়ে এসেছেন,ক্রিকেট ফুটবল টুর্নামেন্টে আর্থিক সহযোগিতার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা করেছেন,আহসান হাবীব মনে প্রানে একজন আর্জেন্টিনার সাপোর্টার গত বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আহসান হাবিবের নেতৃত্বে ফরিদগঞ্জে বিশাল সোডাউন অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার বিষয়ে আহসান হাবিবের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আমি একজন ক্ষুদ্র মানুষ ফরিদগঞ্জ আমার জন্মস্থান তাই আমার অবস্থান থেকে ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, কতটুকু পেরেছি জানিনা তবে ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে,তিনি আরো বলেন ফুটবল ও ক্রিকেটের মাধ্যমে নিজের জেলা ও উপজেলাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায়,ফরিদগঞ্জে কোন বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে কিনা এ প্রশ্নের জবাবে আহসান হাবীব বলেন খুব শীঘ্রই উপজেলা পর্যায়ে বড় ধরনের একটি ক্রিকেট অথবা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।


এই বিভাগের আরও খবর