এফ.এ.মানিকঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার গণের সুবিধার্থে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সারা বাংলাদেশে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিক্রি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী,তারই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলায় ৯ ই মার্চ রবিবার বিকাল ৪ টায় জামায়াতে ইসলামীর ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম,ন্যায্যমূল্যে পণ্য বিক্রির শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন পবিত্র মাহে রমজান মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়,ফরিদগঞ্জে এবছর কিছু কিছু ছোট ছোট প্রতিষ্ঠান একটা টাকা লাভে এবং ক্রয় মূল্যে পণ্য বিক্রি করছে,রোজাদারদের সুবিধার্থে ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে তা পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত পরিচালনা করার অনুরোধ করছি এবং প্রতিবছর রোজাদার গনের সুবিধার্থে এ ধরনের আয়োজন করার আহ্বান জানাচ্ছি,অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুস হেলালের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইমরান হোসাইন,এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, জামায়েত নেতা মোঃ আব্দুল কাদির,মাওলানা নুরুল ইসলাম, সাঈদ আনোয়ার, জুম্মান হোসেন প্রমুখ,
ন্যায্য মূল্যে পণ্য বিক্রির বিষয়ে জানতে চাইলে জামায়েত নেতৃবৃন্দ বলেন,রোজাদার গণের সুবিধার্থে আমাদের এই কার্যক্রম আজ থেকে পুরো রমজান মাস ব্যাপী ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চলমান থাকবে,আমরা কিছু কিছু পণ্য ক্রয় মূল্যে বিক্রি করছি এবং কিছু কিছু পণ্য ক্রয় মূল্য থেকেও দুই এক টাকা কমে বিক্রি করছি।