শিরোনাম:
শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ফরিদগঞ্জে পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

reporter / ৩৬৮ ভিউ
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যৌথবাহিনীর উদ্যোগে দ্বিতীয় দিন বুধবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকাধীন ফরিদগঞ্জ বাজার ও বাস্ট্যান্ডের বিভিন্ন অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ৩টি মামলা ও ১১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মঙ্গলবার ও (১১মার্চ) যৌথবাহিনীর উদ্যোগে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে জনসাধারনের চলাচলের জন্য ফুটপাত দখল মুক্ত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, থানার সহকারি উপপুলিশ পরিদর্শক সাকিল হাসানসহ সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিংসহ বিভিন্ন ভাবে সতর্ক করা হয়। কিন্তু এর পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান বলেন, আজকের অভিযানে ৩টি মামলা ও ১১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। পৌরসভায় যত অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদের উদ্যোগ নিওয়া হয়েছে। ইতোমধ্যে ফরিদগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, যৌথবাহিনীর এ অভিযানে জনসাধারনের চলাচলের জন্য ফুটপাত দখল মুক্ত হলেও বন্ধ হয়নি যানজটের ভোগান্তি। পৌর সদরের এ বাজারটিতে আটোরিক্সা, সিএনজি স্ক্রুটার, মোটর সাইকেল ও রিক্সা যত্রতত্র অবাধে পার্কিয়ের জানজট লেগেই থাকে। তবে বাজারে এসব যান চলাচলের জন্য কোনো স্টেশষ না থাকায় তারা যত্রতত্র অবাধে পাকিং করছে। ফলে জানজাট সৃষ্টি হয়ে জনসাধারনের ভোগান্তি লেগেই থাকে।


এই বিভাগের আরও খবর