শিরোনাম:
ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪ সদস্যদের পদত্যাগ ৬ নং কলাকান্দা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম বার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল চাদপুর ২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে হাতপাখার লিফলেট বিতরণ ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি সালিশ মানে না, রায় মানে না। কারা চালায় এমন অদৃশ্য শাসন ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা সুপারসহ আটক ৩ মতলব দক্ষিণে ভুট্টার বাম্পার ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা মতলব দক্ষিণে ২ টাকার সিঙ্গারায় ভাগ্য পরিবর্তন ইয়াসিনের প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী ১৭ জন শিক্ষার্থীর স্বপ্নের সারথি হলে স্বপ্নের ফরিদগঞ্জ সংগঠন

ফরিদগঞ্জ রূপসায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হামলা, আহত ৩

reporter / ১৬৬০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জের ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রূপসা গ্রামের গাজী বাড়ির কুয়েত প্রবাসী এক ব্যাক্তির ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে পাশের বাড়ির শরীফ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী গাজী মারুফের বসত ঘরে হামলার অভিযোগ উঠেছে। এই নিয়ে মারুফ গাজীর স্ত্রী রিমা আক্তার ফরিদগঞ্জ থানায় শরীফসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং- জি আর ৩০৬।
কুয়েত প্রবাসী মারুফ গাজী ও স্থানীয়রা  জানান, শরীফ হোসেন ২৮ আগস্ট দুপুরে একদল সন্ত্রাসী নিয়ে তার বাড়ির আসবাপত্র, বাড়িঘরে হামলা, মোবাইল ফোন ও স্বর্নের চেইন লুন্ঠন করে। এছাড়াও রিমা আক্তার, রিয়াদ হোসেন ও সুফিয়া বেগমের শরীরের বিভিন্ন স্হানে ঐ আক্রমণে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। পরবর্তীতে তাদের চাঁদপুর সদর হাসপাতাল ভর্তি করানো হয়।
মারুফ গাজী ও স্থানীয়রা আরো জানান, বিরোধকৃত ওই সম্পত্তির খতিয়ান নং-২৭৭ ও দাগ হলো ৩৬৪৮ এবং শরীফদের সিএস দাগ ২১৯৩ যা বিএস গাজী আজিজুর রহমান গংদের সম্পত্তি। কিন্তু শরিফরা তবুও সম্পত্তি কেন দখল করতে আসে বুঝা যাচ্ছে না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
ইতিপূর্বে শরিফের বিরুদ্ধে গত ২৩ এপ্রিল জোর পুর্বক গাছ কাটা নিয়ে থানায় মামলা হয়েছে। মামলা নং- জি আর-১২১/২২ এবং গত ৯-১১-২০২১ হামলার ঘটনায় শরীফ হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। মামলা নং-৪১৬/২১।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে রূপসা থেকে ওই মামলায় শরীফের ৩ জন সহযোগী আসামীকে গ্রেফতার করেছি। তবে শরীফ কোর্টে হাজির হয়ে জামিন নিয়েছে বলে তাকে গ্রেফতার করা হয়নি।


এই বিভাগের আরও খবর